সমগ্র কাশিগঞ্জ বাজার জুরেই আছে মসজিদ, মন্দির। বড় মসজিদ, জামে মসজিদ, কালী মন্দির,ইত্যিাদি। কাশিগঞ্জ বাজার থেকে বিভিন্ন স্থানের সাথে রয়েছে যোগাযোগ। কাশিগঞ্জ বাজার থেকে ময়মনসিংহ- ঢাকা, শ্যমগঞ্জ বাজার- নেত্রকোনা, কাশিগঞ্জ বাজার-কামারিয়া হয়ে তারাকান্দা, ফুলফুর-শেরফুর,ফুলফুর-হালুয়াডাট ইত্যাদি স্থানে যাতায়াত করার রাস্তা।কাশিগঞ্জ বাজার মানুষের জীবন জীবিকা খুবই সাধারণ। এ অঞ্চলের লোকজন বেশিরভাগই কৃষিকাজের সাথে যুক্ত। দারিদ্রতার হার ৫৯%। কৃষি দিক দিয়ে কাশিগঞ্জ বাজার অনেক অনউন্নত। এ বাজারে প্রায় সকল ধরনের ক্রয়-বিক্রয় হয়। এ বাজারের বার্ষিক ইজারা মূল্য প্রায় ২০০০০০ টাকা। কামারিয়া ইউনিয়নের গুরুত্তপূর্ন অর্থনৈতিক ভুমিকা রাখে।